দিল্লি হাইকোর্টে ১৩২ স্নাতক

799
0
Current Affairs 4th April

দিল্লি হাইকোর্টে ১৩২ জন জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট/ রেস্টোরার (গ্রুপ সি) নিয়োগ করা হবে।

শূন্যপদ: ১৩২ (অসংরক্ষিত ৩৬, তপশিলি জাতি ২৬, তপশিলি উপজাতি ১৬, ইডব্লুএস ২১, ওবিসি এনসিএল ৩৩)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৭ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৩-১ জানুয়ারি ২০২০)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে অন্তত ৩৫ শব্দের গতিতে টাইপিং স্পিড।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ইংলিশ টাইপিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

পরীক্ষার ফি: ৬০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের ৩০০ টাকা। অনলাইন আবেদনের ফি দেওয়া যাবে আগামী ১১ মার্চ পর্যন্ত।

আবেদনের পদ্ধতি: www.delhihighcourt.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

http://www.delhihighcourt.nic.in/writereaddata/Upload/PublicNotices/PublicNotice_JMP4P80X90K.PDF লিঙ্কে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।