দেশবন্ধু কলেজে ক্লার্ক, লাইব্রেরি ক্লার্ক

1772
0
Burdwan Jobs, Current Jobs in West Bengal

পশ্চিম বর্ধমান জেলায় দেশবন্ধু কলেজে ক্লার্ক ও লাইব্রেরি ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  বিজ্ঞপ্তি নম্বর– 01/2020

শূন্যপদ: ক্লার্ক (এসসি) ১, ক্লার্ক (ইসি) ১, লাইব্রেরি ক্লার্ক (অসংরক্ষিত) পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার জ্ঞান থাকা বাঞ্ছনীয়।

বয়স: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম: পে ব্যান্ড ৫৪০০-২৫২০০ + গ্রেড পে ২৬০০ টাকা।

আবেদন: আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির কপি, আবেদন ফি হিসাবে ডিমান্ড ড্রাফট দিতে হবে।

আবেদন ফি: ৩০০ টাকা (সংরক্ষিত শ্রেণীর জন্য ১৫০ টাকা)। ড্রাফট হবে – “DESHBANDHU MAHAVIDYALAYA, CHITTARANJAN” Payable at Chittaranjan

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: Teacher in Charge, Deshbandhu Mahavidyalaya, P.O. Chittaranjan, Dist.  Paschim Bardhaman, Pin: 7133331

আবেদন পত্রের বয়ানের লিঙ্ক: http://dbmcrj.ac.in/new_web/news/admin/uploads/eb184_Advertisement_in_college_website_for_03_Clerks.pdf

 

 

Burdwan Jobs, Current Jobs in West Bengal