নদিয়া জেলা আদালতের ৮ জানুয়ারির ইন্টারভিউ যাঁরা দিতে পারেননি

1590
0
Nadia, Nadia Court, Nadia Court Recruitment

নদিয়া জেলা জজের আদালতে বিভিন্ন পদে নিয়োগের জন্য ২০১৯-এর স্টাফ রিক্রুটমেন্ট পর্যায়ে গত ৮ জানুয়ারির ইন্টারভিউ ও পার্সোন্যালিটি টেস্টে যাঁরা যানবাহন সমস্যার কারণে উপস্থিত হতে পারেননি তাঁরা সেই মর্মে নিজ-নিজ সমস্যার কথা জানিয়ে বিবেচনার জন্য রিক্রুটমেন্ট কমিটির কাছে ইমেলে আবেদন জানাতে পারেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে মেল করতে হবে, এই আইডিতে: nadiacourtrecruit@gmail.com

৮ জানুয়ারি তারিখের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি (Employment Notification No. 08dated Krishnagar, the 08th January, 2020) দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2541

সংশ্লিষ্ট অন্যান্য ওয়েবসাইটগুলি হল: http://www.districts.ecourts.gov.in/india/wb/nadia/recruit, https://www.nadiacourtrecruit.in,

কলকাতা উচ্চ আদালতের সাইট: http://www.calcuttahighcourt.gov.in/Notices/district-recruitment-notice

 

 

Nadia District Court, Nadia Court