নদিয়ায় ২৭ ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট

900
0
data entry operator recruitment

নদিয়া  জেলা শাসকের অধীনে ওই জেলার ডিস্ট্রক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটে ৪ জন অ্যাকাউন্ট্যান্ট ও ২৩ জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে রূপশ্রী প্রকল্পে, বাৎসরিক চুক্তির ভিত্তিতে। Memo No 68/DPMU (KP), Date 08/03/2019. ওই জেলার স্থায়ী বাসিন্দারা নিচের মতো যোগ্যতা ইত্যাদি থাকলে আবেদন করতে পারেন।

শূন্যপদের বণ্টন: মোট শূন্যপদের মধ্যে অ্যাকাউন্ট্যান্ট নেওয়া হবে ৪ জন (সাধারণ ১, সাধারণ (ইসি) ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। তপশিলি উপজাতি ১)। ডিইও ২৩ (সাধারণ ৬, সাধারণ (ইসি) ৪, সাধারণ প্রাক্তন সমরকর্মী গ্রুপ-সি পদ ১, সাধারণ প্রতিবন্ধী ১, তপশিলি জাতি ৪, তঃজাঃ প্রাক্তন সমরকর্মী গ্রুপ-সি পদ ১, তঃজাঃ ইসি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি এ ১, ওবিসি এ ইসি ১, ওবিসি বি ১, ওবিসি বি ইসি ১)।

যোগ্যতা (৮ মার্চ ২০১৯-এর মধ্যে): অ্যাকাউন্ট্যান্ট: কমার্স নিয়ে অনার্স গ্র্যাজুয়েট, এমএস অফিস (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট) সহ কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান এবং স্প্রেডশিট-ট্যালি-প্রেজেন্টেশনের কাজ চালানোর মতো জ্ঞান থাকা দরকার। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অনুরূপ কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর: যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট। এমএস অফিস প্যাকেজ সহ কম্পিউটারের কাজ চালানোর মতো জ্ঞান থাকা দরকার। ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড থাকতে হবে। সরকারি ক্ষেত্রে বা এনজিওতে অন্তত ৩ বছরের অনুরূপ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:  ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। অবসরপ্রাপ্তরা ৬৪ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য। তপশিলি প্রভৃতি প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন: অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য মাসে মোট ১৫ হাজার টাকা, ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য মাসে মোট ১১ হাজার টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: আবেদন বাছাইয়ের ভিত্তিতে মোট ১০০ নম্বরে ৩ ধাপে প্রার্থী বাছাই হবে।  অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য প্রথমে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা (জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, অ্যাকাউন্ট্যান্সি), সফল হলে ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট, সফল হলে ১০ নম্বরের পার্সোওন্যালিটি টেস্ট। ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রথমে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা (জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ), সফল হলে ৫০ নম্বরের কম্পিউটার টেস্ট, সফল হলে ১০ নম্বরের পার্সোন্যালিটি টেস্ট।

আবেদন পদ্ধতি: একজন কেবল এক ক্যাটেগরির পদের জন্যই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে, পূরণ করা আবেদন পৌঁছনো চাই আগামী ২৫ মার্চ বিকেল পাঁচটার মধ্যে। প্রাসঙ্গিক প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ক্ষামে পুরে ও খামের ওপর পদের নাম লিখে ড্রপ বাক্সে ফেলে আসতে হবে, এই ঠিকানায়: The Chairman, District Selection Committee, Rupshree Prakalpa, Nadia, Office of the Sistrict Magistrate and Collector, District Project Management Unit (DPMU), Rupshree Prakalpa, Nadia. প্রমাণপত্রাদির মধ্যে থাকবে জন্মতারিখের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড/সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণ (ভোটার/আধার/রেশন কার্ড বা পঞ্চায়েত সভাপতির সার্টিফিকেট), শিক্ষাগত ও কম্পিউটার যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট)। দুটি স্ব-স্বাক্ষরিত ফটো (২.৫ x ৩.৫ সেমি) তার ১টা দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে, নিজের নাম-ঠিকানা লেখা ও উপযুক্ত ডাকমশুল যুক্ত খামও দিতে হবে।

আবেদনের ফর্ম, প্রার্থী বাছাই পরীক্ষার সিলেবাস ও বিস্তারিত নির্দেশ সহ পুরো বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিঙ্কে: http://nadia.gov.in/writereaddata/TenderNotice/2635-Tender09032019.pdf