নদীয়া জেলা আদালতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – Emp No. 1, তারিখ 18th April, 2019
শূন্যপদ: ইংলিশ স্টেনোগ্রাফার ৬ (অসংরক্ষিত ২, এসসি ২, ওবিসি-এ ১, অসংরক্ষিত ইসি ১)।
লোয়ার ডিভিশন ক্লার্ক ৩৬ (বর্তমান ২৮ + সম্ভাব্য ৮) (অসংরক্ষিত ১১, অসংরক্ষিত ইসি ৬, অসংরক্ষিত পিএইচ ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টপার্সন ১, এসটি ২, এসসি ৫, ওবিসি-এ ২, ওবিসি-বি ২, এসসি ইসি ২, এসসি এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি এ ইসি ১, ওবিসি-বি ইসি ১)।
প্রসেস সার্ভার ৪ (অসংরক্ষিত ২, ওবিসি-বি ১, এসসি ১)।
সুইপার (গ্রুপ ডি) ৩ (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১, এসসি ১)।
নাইট গার্ড (গ্রুপ ডি) ১১ টি পদ (অসংরক্ষিত ৫, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১, এসসি ১, এসসি ইসি ১, এসটি ইসি ১)।
ফরাস (গ্রুপ ডি) ৯ টি পদ (অসংরক্ষিত ৪, অসংরক্ষিত পিএইচ ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, এসসি ১, এসসি ইসি ১, ওবিসি-এ ১) পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
ইংলিশ স্টেনোগ্রাফার: এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। ৮০টি শব্দ প্রতি মিনিট শর্টহ্যান্ডে ওবং ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপ স্পিড থাকতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক: শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট থাকতে হবে। ইংলিশ টাইপিং জানা থাকতে হবে।
প্রসেস সার্ভার: স্বীকৃত স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ, সঙ্গে কম্পিউটার অপারেশনে বেসিক নলেজ থাকলে অগ্রাধিকার।
সুইপার: স্বীকৃত স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ, সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নাইট গার্ড: স্বীকৃত স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
ফরাস: স্বীকৃত স্কুল বা মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
বেতনক্রম:
ইংলিশ স্টেনোগ্রাফার: পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭১০০-৩৭,৬০০ টাকা + গ্রেড পে ৩,৯০০ টাকা।
লোয়ার ডিভিশন ক্লার্ক: পে ব্যান্ড ২ অনুযায়ী ৫৪০০-২৫,২০০ টাকা + গ্রেড পে ২,৬০০ টাকা।
প্রসেস সার্ভার: পে ব্যান্ড ২ অনুযায়ী ৫৪০০-২৫,২০০ টাকা + গ্রেড পে ২,৬০০ টাকা।
সুইপার, নাইট গার্ড, ফরাস: পে ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ টাকা + গ্রেড পে ১,৮০০ টাকা।
বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩৭-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। অন্যান্য রাজ্যের সংরক্ষিত প্রার্থীদের জেনারেল ক্যাটেগরি হিসাবে গণ্য করা হবে।
আবেদন ফি: স্টেনোগ্রাফার ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য ৪০০ (এসসি/এসটিদের জন্য ৩০০) টাকা। প্রসেস সার্ভার, নাইট গার্ড, সুইপার, ফোর্স পদের জন্য ৩০০ (এসসি/এসটিদের জন্য ২০০) টাকা।
আবেদন পদ্ধতি: আগামী ২৫ এপ্রিল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১২ মে, ২০১৯ পর্যন্ত।
আবেদনের লিঙ্ক: https://www.nadiacourtrecruit.in/
বিজ্ঞপ্তির লিঙ্ক: https://www.nadiacourtrecruit.in/assets/Recruitment%20Notification-%20Nadia%20Court%202019.pdf
District Court Job, Nadia Job, West Bengal Jobs