নবম-দশম বাংলা শিক্ষক পদের মেধাতালিকা প্রকাশ

1655
0
SSC, WBSSC, WBSSC Upper Primary,

বাংলা বিষয়ে প্রথম এসএলএসটি, ২০১৬-র নবম-দশম শ্রেণিতে স্কুল শিক্ষক পদে নিয়োগের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এই স্তরে বাংলা বিষয়টি ছাড়া বাকি পদগুলির জন্য মেধা তালিকা আগে প্রকাশিত হয়ে গেলেও মামলা সংক্রান্ত সমস্যার জন্য শুধুমাত্র বাংলা বিষয়ের মেধা তালিকা প্রকাশ আটকে ছিল। মামলা সংক্রান্ত কারণেই শুধুমাত্র পিএইচ প্রার্থীদের ফলপ্রকাশ হয়নি। বাংলা বিষয়ের পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি ও মিডিয়াম বাছাই করে এসএসসি ওয়েবসাইটে ফলাফল জেনে নিতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্বন্ধে কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।

ফল জানার লিঙ্ক: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalList0910/

 

SSC, WBSSC, School Service Result, IX-X Result