নাইট গার্ড নিয়োগ দক্ষিণ ২৪ পরগনায়

2779
0
security guard job

পুরুষ নাইটগার্ড নেবে দক্ষিণ ২৪ পরগনা জুভেনাইল জাস্টিস বোর্ড (Memo No 1374/SWD(S24P), Date: 31.10.2019)। শূন্যপদ ১টি। ন্যূনতম ১ বছরের চুক্তিতে নিয়োগ, পারিশ্রমিক মাসে মোট ৭০০০ টাকা। প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। পুলিশ ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষাও হবে।

যোগ্যতা: অন্তত অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বাংলা ও হিন্দি/নেপালি পড়তে-লিখতে-বলতে জানতে হবে। বয়স হতে হবে ১-১০-২০১৯ তারিখের হিসাবে ২১-৪০ বছর।

ইন্টারভিউ হবে আগামী ২৮ নভেম্বর বেলা ১২টা থেকে। নিজের বয়সের প্রমাণ, যোগ্যতার প্রমাণ, ভোটার কার্ড ও ঠিকানার প্রমাণ নিয়ে সরাসরি উপস্থিত হতে হবে। এই ঠিকানায়: District welfare Section, New Treasury Building, 7th floor, Alipore, South 24 Parganas, Kolkata-700027.

পুরো বিজ্ঞপ্তি সহ আবেদনের ফর্ম পাবেন এই লিঙ্কে ক্লিক করে: http://s24pgs.gov.in/pdf/recruitment/pdfjoiner.pdf