নার্সিং ডিপ্লোমা কোর্স

1778
0
UPSC Nursing Officer Recruitment

ডিশান স্কুল অব নার্সিংয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জিএনএম নার্সিং (জেনারেল নার্সিং মিডওয়াইফারি) কোর্সে ভর্তি শুরু হয়েছে। ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে (ইংরেজি বিষয়েও ৪০ শতাংশ নম্বর থাকতে হবে) ১০+২ পাশ তরুণীরা আবেদন করতে পারেন। বিজ্ঞান শাখায় পড়ে থাকলে অগ্রাধিকার। ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৭-২৭ বছরের মধ্যে। কলকাতা এবং শিলিগুড়ির ডিশান হাসপাতালের ফ্রন্ট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন, সময় সকাল ১১টা-বিকাল ৪টে। আবেদনের ফি বাবদ ৫০০ টাকা নগদ দিতে হবে। এছাড়াও www.desunhospital.com ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি ২৫ জুন ২০১৮ তারিখের মধ্যে নিচের কোনো ঠিকানায় পৌঁছতে হবে।

কলকাতার ঠিকানা: Desun Hospital, Desun More, E M Bypass, Kolkata-700107, Ph no- 8334019456, 8335042795.

শিলিগুড়ির ঠিকানা: Desun Hospital, Medical College Road, Siliguri-734012, Ph- 8697701367. অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।