নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি একাধিক পদে চাকরি

1593
1
Naba Barrackpore Municipality

নিউ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – NBM/EMPLOYMENT NOTICE/1087/A/18, Date: 18/05/2018. এটি এর আগের বিজ্ঞপ্তি (১০৬৩/১৭ তাং ১৬-০৬-২০১৭)-এর পরিবর্তে প্রযোজ্য।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ১ (অসংরক্ষিত), সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ১ (এসসি), নার্স ২ (অসংরক্ষিত ১, এসসি ১), স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট ১ (এসসি), ক্লার্ক  ৩ (এসসি ১, অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১), পাম্প অপারেটর ২ (এসসি ১, অসংরক্ষিত ১), মজদুর ৫ (অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১, এসসি ১, এসটি ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১), হেলপার ১ (এসসি), পিওন ৩ (এসসি ১, অসংরক্ষিত ১, অসংরক্ষিত ইসি ১), ট্যাক্স কালেক্টিং সরকার ৩, ডোম ১ (অসংরক্ষিত), জিডিএ ১ (এসসি), পাইপলাইন ইনস্পেক্টর ১ (অসংরক্ষিত), অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি ২ (এসসি ১, অসংরক্ষিত ১)।

শিক্ষাগত যোগ্যতা:

অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার– স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

নার্স– সরকারি প্রতিষ্ঠান থেকে জিএনএম উত্তীর্ণ, সঙ্গে ৩ বছর কোনো হাসপাতালে কাজের অভিজ্ঞতা।

স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট– স্বীকৃত বোর্ড থেকে মাধ্যাত্মিক বা সমতুল পাশ ।

ক্লার্ক–  স্বীকৃত বোর্ড থেকে মাধ্যামিক বা সমতুল পাশ এবং টাইপিং ও কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

পাম্প অপারেটর– অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও  ইলেক্ট্রিক্যাল ওয়ার্কম্যানশিপ (৪৪০ ভোল্ট )-এর সার্টিকিকেট থাকতে হবে এবং ইলেক্ট্রিক্যাল ওয়ার্কম্যানশিপে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মজদুর–  অষ্টম শ্রেণি উত্তীর্ণ, সুস্থ শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে।

হেলপার– অষ্টম শ্রেণি উত্তীর্ণ, সুস্থ শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে।

পিওন– অষ্টম শ্রেণি উত্তীর্ণ, সুস্থ শারীরিক ও মানসিক সক্ষমতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ট্যাক্স কালেক্টিং সরকার– স্বীকৃত বোর্ড থেকে অন্তত মাধ্যমিক বা সমতুল পাশ, টাইপিং ও কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার।

ডোম– চতুর্থ শ্রেণি উত্তীর্ণ হতে হবে, বাংলা লিখতে ও পড়তে জানতে হবে এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

জিডিএ– অষ্টম শ্রেণি পাশ ও হাসপাতাল ডিউটিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

পাইপলাইন ইন্সপেক্টর– স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ ও আইটিআই থেকে ফিটার ট্রেড  সার্টিফিকেট থাকতে হবে। সিভিল ও মেকানিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট মিস্ত্রি– স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাশ ও পাইপলাইনে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা (১-১-২০১৭-র হিসাবে): অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ২৪ থেকে ৪০, পাইপ লাইন ইনস্পেক্টর পদের জন্য ২১ থেকে ৪০ বছর এবং বাকি পদগুলির জন্য ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি: ৫ জুন, ২০১৮ সালের মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির নিজের অয়াটেস্টেড কপি দিতে হবে। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আবেদন পত্রের খামের উপর লিখে দিতে হবে – “APPLICATION FOR THE POST OF ………….”

আবেদন পাঠানোর ঠিকানাTHE Chairperson, New Barrackpore Municipality, P.O. New Barrackpore, Dist- North 24 Pargana, Kolkata– 700131

আবেদন পত্রের নমুনা পাওয়ার লিঙ্কhttp://nbmonline.org