কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে রিভিউ মেডিকেল এগজামিনেশনের তারিখ

852
0
SSC Constable Notification

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে কনস্টেবল/রাইফেলম্যান (জিডি) নিয়োগের মেডিকেল এগজামিনেশনে অনূত্তীর্ণ হয়ে যাঁরা রিভিউ মেডিকেল এগজামিনেশনের জন্য আবেদন করেছিলেন তাঁদের মধ্যে যাঁদের আবেদন গ্রাহ্য হয়েছে তাঁদের ওই রিভিউ এগজামিনেশন হবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। তাঁদের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবার জন্য দেওয়া হয়েছে নোডাল বাহিনী সিআরপিএফের ওয়েবসাইটে (www.crpf.gov.in)। ওই ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তার প্রিন্ট-আউট নিয়ে যেতে হবে পরীক্ষার দিনে। আছে কোভিড সংক্রান্ত পালনীয় নির্দেশিকা ও সেবিষয়ে প্রাসঙ্গিক হেলপলাইন নম্বরও। এই সবই দেখতে পাওয়া যাবে সিআরপিএফের ওয়েবসাইটের লিঙ্কে গত ৮ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তিতে (F. No. A.VI-1/2018-Rectt(SSB)CT/GD-2018) বা স্টাফ সিলেকশন কমিশনের এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/constable2018RME_09092020.pdf

 

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল