পশ্চিম মেদিনীপুরে স্কুলে চাকরি

656
0
west-midnapore-picture

  • ১৪ মে ২০১৮ তারিখ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে এডুকেশনে পোস্ট গ্র্যাজুয়েট, ট্রেনিংপ্রাপ্ত ওবিসি বি টিচার চাই।
    যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স সহ ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
    ঠিকানা: The Secretary, Nandanpur High School (HS), PO- Sekendari, Dist- Pschim Medinipur, Pin- 721146.

 

  • ৩০ জুন ২০১৮ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ম্যাথমেটিক্স সহ পাস গ্র্যাজুয়েট বিএসসি (পিওর সায়েন্স) তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার।
    যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
    ঠিকানা: The Member Secretary, Ad-hoc Committee-Baraparua Jr High School, Vill- Baraparua, PO- Lengamara, PS-Keshiary, Dist-Paschim Medinipur, Pin- 721133.