পিএসসি : খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগে ৫০ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

837
0
PSC, PSC Jobs, West Bengal PSC Jobs, West Bengal Government Jobs,

রাজ্য পিএসির মাধ্যমে খাদ্য প্রক্রিয়াকরন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব হর্টিকালচার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – ০৪/২০২০।

শূন্যপদ– ৫০ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে ২৬ টি অসংরক্ষিত, এসসি ৯, এসটি ৩, ওবিসি-এ ৬, ওবিসি-বি ৩, পিডব্লিউডি ৩ টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচার / এগ্রিকালচার নিয়ে স্নাতক ডিগ্রি। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা– ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৩৬। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম – পে ব্যান্ড ৪এ অনুযায়ী ১৫,৬০০ – ৪২,০০০ + গ্রেড পে ৫,৪০০।

আবেদন – আগামী ৬ ফেব্রুয়ারি, ২০২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি – ২১০ টাকা। এর সাথে অনলাইন পেইমেন্টের জন্য কনভেনিয়েন্স চার্জ ও জিএসটি যুক্ত হবে।  অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি। অফলাইনে ইউনাইটেড ব্যাংক চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে অতিরিক্ত সার্ভিস চার্জ ২০ টাকা যুক্ত হবে। অফলাইনে আবেদন ফি জমা দেওয়া শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি।

আবেদনের জন্য ওয়েবসাইট – https://wbpsc.gov.in/

বিজ্ঞপ্তি লিঙ্ক – https://wbpsc.gov.in/Downloadparam1=Cur_20200117160435_Advt42020.pdf&param2=advertisement.

 

 

PSC, PSC Jobs, West Bengal PSC Jobs, West Bengal Government Jobs,