পিএসসির ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্সার-কী

692
0
Current Affairs 24th November

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০২০-র ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এগজিঃ) এটসেট্রা (বিজ্ঞপ্তি নং ২২/২০১৯)-এর যে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি হয়েছিল তার আন্সার-কী ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রশ্নপত্রের সঙ্গে ভালো করে মিলিয়ে যদি কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়ে তা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ৭ দিনের মধ্যে কমিশনকে জানাতে পারেন, এই ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে: www.pscwbapplication.in বা https://wbpsc.gov.in.

পিএসসির ১০ ফেব্রুয়ারি তারিখের এই বিজ্ঞপ্তি (No.79-PSC/Con(Q), Date: 10thFeb.,2020), আন্সার-কী সহ দেখা যাবে এই লিঙ্কে:

https://www.pscwbonline.gov.in/docs/2741005