পিএসসির ফুড সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষার তারিখ, অ্যাডমিট কার্ড

1468
0
PSC, West Bengal Public Service Commission, PSC Exam

পশ্চিমবঙ্গ পাবল্ক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরে সাব-ইনস্পেক্টর অব ফুড পদে নিয়োগের পরীক্ষা (Competitive Examination for Recruitment to the post of Sub-Inspector in the Subordinate Food & Supplies Service, Grade-III, under Food & Supplies Department, Govt. of West Bengal, 2018) হবে আগামী ২৭ জানুয়ারি রবিবার বেলা ১টা থেকে ২-৩০ পর্যন্ত।

অ্যাডমিট কার্ড পিএসসির ওয়েবসাইট (http://www.pscwbapplication.in) থেকে ডাউনলোড করা যাবে ১৫ জানুয়ারি বেলা সাড়ে এগারোটা থেকে।

পিএসসির এসংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://pscwbapplication.in/pdf19/IMP-ANNOUNCEMENT-REGARDING-COMPETITIVE-EXAM-SUBINSPECTOR.pdf

বিস্তারিত জানা যাবে পিএসসির ওয়েবসাইট থেকে (https://www.pscwbonline.gov.in & www.pscwbapplication.in)।