পিএসসির মিসলেনিয়াস ফাইনাল পরীক্ষার সূচি

636
0
Folafal Final Pic

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজামিনেশন (ফাইনাল)-এর বিস্তারিত সুচি ঘোষিত হল। ১৩ জানুয়ারি ওই পরীক্ষা হবে এবং ই-অ্যা ডমিট কার্ড ৭ জানুয়ারি থেকে ডাউনলোড করা যাচ্ছে তা আমরা আগেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=9221)। ওইদিন ৩ দফায় পরীক্ষা হবে। প্রথম দফায় পেপার-১ ইংরেজি সকাল ৯টা থেকে সাড়ে দশটা, দ্বিতীয় দফায় পেপার-২ বাংলা/হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা, তৃতীয় দফায় পেপার-৩ জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক বেলা আড়াইটা থেকে ৫টা। পরীক্ষার এই সূচি ও অন্যান্য নির্দেশ দেখা যাবে এই লিঙ্কে:  https://www.pscwbonline.gov.in/docs/2679071