পিএসসির মোটর ভিকল ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষাকেন্দ্রের তালিকা

976
0
wbpsc exam postponed

রাজ্য পরিবহণ দপ্তরে মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেকনিক্যাল) নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯ সালের (ADVERTISEMENT NO. 1/2019) যে পরীক্ষা আগামী ৭ এপ্রিল হবে তাতে কাদের পরীক্ষাকেন্দ্র কোথায় সেই ১১১টি কেন্দ্রের ঠিকানার তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf19/VENUE_LIST_(111)_FOR_MOTOR_VEHICLES_INSPECTOR_(NON-_TECHNICAL)_RECRUITMENT_EXAMINATION2019.pdf

এই পরীক্ষার সিলেবাস ও তারিখ আমরা ইতিমধ্যেই আমাদের এই পোর্টালে জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=10276, https://jibikadishari.co.in/?p=10138)।