পিএসসির লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ইন্টারভিউ সূচি

1402
0
upsc interview

রাজ্য প্রাণিপালন ও প্রাণিস্বাস্থ্য অধিকারে লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য পিএসসির (বিজ্ঞপ্তি নং ১১/২০১৯ অনুযায়ী) ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষিত হয়েছে। ইন্টারভিউ শুরু হবে আগামী ২৫ মার্চ থেকে, চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এজন্য ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আগামী ২০ মার্চ থেকে। কাদের কবে কখন ইন্টারভিউ তা জানতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে:

https://wbpsc.gov.in/Download?param1=20200317171047_SCHLIVSTK.pdf&param2=advertisement

লিখিত পরীক্ষার ফল প্রকাশের খবর আমরা জানিয়েছিলাম

লিখিত পরীক্ষার ফল প্রকাশের খবর জানতে ক্লিক করুন 

 

 

PSC, PSC Interview, PSC Livestock Development Assistant