পিএসসির লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, শারীরিক সক্ষমতার পরীক্ষা স্থগিত

820
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত আসন্ন সমস্ত লিখিত পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। ফায়ার অপারেটরের চলতে থাকা ২৩ মার্চ থেকে নির্ধারিত ফিজিক্যাল এনডিওরেন্স/মেজারমেন্ট টেস্টও স্থগিত থাকবে। করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে জনস্বার্থে ও পরিবহণের অপ্রতুলতার কারণে এই ব্যবস্থা। ওইসব পরীক্ষার নতুন তারিখ ঠিক হলে যথাসময়ে জানানো হবে। সেজন্য পিএসসির ওয়েবসাইটে  (https://wbpsc.gov.in) চোখ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। পিএসসির এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf20/Download_20mar2020.pdf

পিএসসির ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত সমস্ত ইন্টারভিউ ও পার্সোন্যালিটি টেস্টও একই কারণে স্থগিত থাকবে। পরবর্তী তারিখ যথাসময়ে ঘোষিত হবে, সেজন্য পিএসসির সাইটে চোখ রাখতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf20/An_20200322160354_Announcement_22_03_2020.pdf