পিএসসির মাধ্যমে লাইব্রেরিয়ান, রেজিস্ট্রার, সাইকিঅ্যাট্রিস্ট নিয়োগ

1139
0
WBPSC Clerkship Recruitment 2023

রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সাইকিঅ্যাট্রিস্ট, লাইব্রেরিয়ান  ও রেজিস্ট্রারের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলি স্থায়ী। সাইকিঅ্যাট্রিস্টের পদ আপাতত অস্থায়ী, তবে স্থায়ী হবার সম্ভাবনা। বিজ্ঞপ্তি নম্বর: 17 /2019

শূন্যপদ: সাইকিঅ্যাট্রিস্ট ১ (চুক্তিভিত্তিক), লাইব্রেরিয়ান  ৩, রেজিস্ট্রার ৩ (১  টি অসংরক্ষিত, ১ টি এসসি, ১ টি ওবিসি-বি)

1) সাইকিঅ্যাট্রিস্ট, সরকারের সংশোধনাগার প্রশাসন বিভাগের জন্য:

শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল এই, ১৯৫৬ অনুযায়ী মেডিকেল শিক্ষাগত যোগ্যতা এবং মেডিকেল প্র্যাক্টিশনার হিসাবে রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়া মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সাইকিঅ্যাট্রি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী ২১ থেকে ৩৬ বছর।

বেতনক্রম:পে ব্যান্ড ৪এ অনুযায়ী  মূল বেতন ১৫,৬০০-৪২,০০০ (গ্রেড পে ৫,৪০০) টাকা।

 

2) লাইব্রেরিয়ান, সরকারি ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি কলেজের জন্য:

শিক্ষাগত যোগ্যতা: আগাগোড়া উল্লেখযোগ্য ফলাফল সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে ৫৫% নম্বর পেয়ে মাস্টার ডিগ্রি বা সমতুল, সঙ্গে অন্য কোনো বিষয়েও অন্তত দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি। এছাড়া বাংলা ভালো বলতে ও লিখতে জানা বাঞ্ছনীয়।  মাতৃভাষা ও ইংরজি ছাড়া অন্য কোনো ভারতীয় ভাষা জানা থাকলে ভালো হয়। নামী প্রতিষ্ঠানে লাইব্রিয়ানের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৩৬ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম:  মূল বেতন ১৫,৬০০-৩৯,১০০ (গ্রেড পে ৬,০০০) টাকা।

 

3) রেজিস্ট্রার, সরকারি ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি কলেজের জন্য:

শিক্ষাগত যোগ্যতা: যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, নামী প্রতিষ্ঠানে বা  সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা, গভর্নমেন্ট অ্যাকাউন্ট  সম্পর্কে ভালো জ্ঞান ও বাংলা ভালো লিখতে-বলতে জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম:  মূল বেতন ১৫,৬০০-৪২,০০০ (গ্রেড পে ৫,৪০০) টাকা।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট, ২০১৯ এবং অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২০ আগস্ট, ২০১৯। অফলাইনে ইউবিআই ব্যাঙ্কের চালানের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন ফি: ২১০ টাকা + প্রসেসিং ফি।  রাজ্যের এসসি/এসটি, পিএইচ প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

আবেদনের জন্য ও অন্যান্য তথ্য জানার লিঙ্ক:  www.pscwbapplication.in

 

 

 

WBPSC, PSC Jobs, Current Jobs in West Bengal,