পিটিটিআই সার্টিফিকেট বৈধ, নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের

628
0
PTTI, PRimary Recruitment, WB Jobs

পিটিটিআই সার্টিফিকেট-এর বৈধতা দিল সুপ্রিম কোর্ট। ২০০৪-০৫ সালের মামলার পরিপ্রেক্ষিতে এই রায়দান। তিন মাসের মধ্যে মামলাকারীদের নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের সময় ২০০৪-০৫ শিক্ষাবর্ষের পিটিটিআই প্রার্থীদের শংসাপত্রের মান্যতা দেয়নি কাউন্সিলগুলি। এর পরেই মামলা দায়ের করা হয় হাইকোর্টে।

মামলার রায়ে জানানো হয়েছে, ২০১০ সালের ৩১ ডিসেম্বরের আগে যে প্রার্থীরা আবেদন করেছিলেন, তাঁদের আগামী তিন মাসের মধ্যে নিয়োগপত্র দিতে হবে। তবে, ২০০৯ সালে অন্যান্য যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে প্রাথমিক শিক্ষক পদে কর্মরত রয়েছেন তাঁদের ওপর এর কোনো প্রভাব পড়বে না।