পুজোর ছুটিতে স্কুল বন্ধের কারণে রেল গ্রুপ-ডি পরীক্ষার তারিখ বদল

1208
0
nfr railway apprentice 2022

কলকাতার দুটি কেন্দ্রে ও হুগলির একটি কেন্দ্রে পুজোর ছুটির কারণে আগামী ২৩ অক্টোবর এবং বাঁকুড়ার ১টি কেন্দ্রে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

ওই স্কুলগুলিতে যাঁদের ওইদিন পরীক্ষাকেন্দ্র পড়েছে তাঁদের পরীক্ষা ওইদিনের বদলে ২৬ অক্টোবরের পরে কোনো তারিখে হবে।

তারিখ ঠিক হলে যথাসময়ে সংশ্লিষ্ট প্রার্থীদের এসএমএস/ইমেল করে জানিয়ে দেওয়া হবে। তারিখ বদলের ইয়ে বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/Notice%20on%20CBT%20_%2011-10-18.pdf