কলকাতা পুরসভার স্কুলে শিক্ষক পদে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

1603
0
Primary, Jobs in West Bengal, Primary Recruitment, West Bengal Primary Teacher

কলকাতা পুরসভার স্কুলগুলিতে শিক্ষক (ইংরেজি, হিন্দি, উর্দু) নিয়োগের বিজ্ঞপ্তির উত্তরে আবেদনের শেষ তারিখ লকডাউনজনিত পরিস্থিতির কারণে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল। ফি দেওয়ার চালান ডাউনলোড করে ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ১ অক্টোবর পর্যন্ত, তারপর আবেদন চূড়ান্তভাবে সাবমিট করা যাবে ৩ অক্টোবরের মধ্যে। রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এক বিজ্ঞপ্তিতে (Advertisement No 10 of 2020) একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://www.mscwb.org/

আবেদনের জন্য আমাদের মূল খবরে বিস্তারিত জানতে পারবেন এই লিঙ্কে: https://jibikadishari.co.in/কলকাতা-পুরসভায়-২০১-শিক্ষ/

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল