পুরুলিয়ায় গেস্ট লেকচারার

728
0
Lecturer

পুরুলিয়ার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে (ডিআইইটি) ফাউন্ডেশন অব এডুকেশন, বাংলা ও মিউজিকে তিন জন গেস্ট লেকচারার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। যোগ্যতা এনসিটিই ২০১৪ অনুযায়ী। মেমো নম্বর: 476/F.No.310/DIET-PUR/18. Dated, Purulia 17.11.2018

পারিশ্রমিক: প্রতি ক্লাসের হিসেবে (এক ঘণ্টা করে) ৪০০ টাকা।

ইন্টারভিউয়ের তারিখ ও ঠিকানা: ইন্টারভিউ হবে ৮ ডিসেম্বর ২০১৮ তারিখ সকাল ১১টায়। ঠিকানা: The Office of the DIET (Main Campus), Bongabari, Purulia, 723147. ইন্টারভিউ শুরু হওয়ার নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে ইন্টারভিউ কেন্দ্রে হাজির হতে হবে। ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য http://purulia.scertwb.org ওয়েবসাইট থেকে জানা যাবে।