পূর্ব মেদিনীপুর জেলায় লোয়ার ডিভিশন ক্লার্ক ও আর্দালি নিয়োগ

16386
0
Burdwan Jobs, Current Jobs in West Bengal

পূর্ব মেদিনীপুর জেলায় চুক্তির ভিত্তিতে লোয়ার ডিভিশন ক্লার্ক ও আর্দালি নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে। মাসিক পারিশ্রমিক দেওয়া হবে ১১,৮০০ টাকা।

আর্দালি : সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে। পারিশ্রমিক মাসে ৭,০০০ টাকা।

আবেদন: প্রাথীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর, ২০২০। লোয়ার ডিভিশন ক্লার্ক পরীক্ষার জন্য একটি ৮০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের কম্পিউটার পরীক্ষা এবং ১০ নম্বরের  মৌখিক পরীক্ষা নেওয়া হবে।  অর্ডারলি পদের জন্য ইন্টারভিউ গ্রহণ করা হবে।

আবেদন করার জন্য ওয়েবসাইট: http://purbamedinipur.org/dsw/

বিজ্ঞপ্তির লিঙ্ক: http://purbamedinipur.gov.in/Recruitment-NEW.htm

 

East Medinipur, WB Recruitment,