পূর্ব মেদিনীপুর জেলা আদালতের স্টেনো পরীক্ষার তারিখ

1608
0
Eastern Rail Jobs, East Medinipur District Court

পূর্ব মেদিনীপুর জেলা আদালতের বিজ্ঞপ্তি নম্বর 02/July/2017, dated : 24.07.2017 অনুযায়ী ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগের জন্য পার্ট ২ (জেনারেল ইংলিশ) ও পার্ট ৩ (টাইপরাইটিং) পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া হবে যথাক্রমে ২২ সেপ্টেম্বর, ২০১৯ বেলা ১১টা থেকে ১২টা এবং বেলা সাড়ে ১২-৩০ থেকে বেলা ১২-৪০ পর্যন্ত। পরীক্ষাস্থল– Tamralipta Mahavidyalaya, Tamluk, Purba Medinipur।

বাছাই প্রাথীদের কাছে অ্যাডমিট কার্ড ও নির্দেশিকা ডাকযোগে পাঠিয়ে দেওয়া হয়েছে। যদি কোনো প্রার্থী অ্যাডমিট কার্ড না পেয়ে থাকেন, তাহলে আগামী ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১টা থেকে ৪টের মধ্যে জেলা আদালত দপ্তর থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন।

এই সংক্রান্ত বিজ্ঞপ্তির লিঙ্ক: https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2345

 

 

 

 

Eastern Rail Jobs, East Medinipur District Court