পোর্ট ব্লেয়ার ও বাঁকুড়া আদালতে নিয়োগ পরীক্ষার ফল

720
0
Folafal Final Pic

কলকাতা হাইকোর্টের পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে ক্লার্ক, স্টেনো নিয়োগ পরীক্ষার ইন্টারভিউ: কলকাতা হাইকোর্টের পোর্ট ব্লেয়ারের সার্কিট বেঞ্চের জন্য হায়ার গ্রেড ক্লার্ক ও স্টেনোগ্রাফার/পিওন পদের জন্য গত ২৩ ফেব্রিয়ারি যে পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে। দুই পদের জন্যই ইন্টারভিউ হবে যথাক্রমে আগামী ৪ ও ৫ এপ্রিল বিকেল ৪টেয়।

২৩ ফেব্রুয়ারির পরীক্ষার ফলাফল ও ইন্টারভিউয়ের সময় সহ প্রয়োজনীয় নির্দেশাবলি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2029

বাঁকুড়া আদালতে স্টেনো নিয়োগ পরীক্ষার স্কিল টেস্ট: বাঁকুড়া জেলা আদালতে স্টেনোগ্রাফার পদের যাঁরা ২০১৮-র স্টাফ রিক্রুটমেন্ট এগজামিনেশনে সফল হয়েছেন তাঁদের পেপার-২ (৪০০ নম্বরের ডিক্টেশন ও ট্রান্সক্রিপশন) ও পেপার-৩ (১০০ নম্বরের কম্পিউটারে টাইপরাইটিং) পরীক্ষার সূচি ঘোষিত হয়েছে। ওই পরীক্ষা হবে আগামী ৭ এপ্রিল। তার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে ১ এপ্রিল প্রথম ব্যাচের জন্য বেলা সাড়ে এগারোটায়, দ্বিতীয় ব্যাচের জন্য বেলা ৩টেয়।  প্রার্থীদের তালিকা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রাসঙ্গিক নির্দেশাবলি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/2028