প্যারাটিচারদের ডিএলএড কোর্সের ফল বেরোল

828
0
Folafal Final Pic

প্যারাটিচার ও রেসিডুয়াল টিচারদের জন্য ২০১৫-১৭ শিক্ষাবর্ষের দ্বিবার্ষিক ডিএলএড (ওডিএল) কোর্সের সেকেন্ড টার্ম-এন্ড পরীক্ষার ফল বেরোল। বিজ্ঞপ্তি নং 11/BPE/ODL/2019/301/ODL-01-2015(Result), Dated 15/01/2019.

এর আগে ৮ জানুয়ারি এক বিজ্ঞপ্তি (08/BPE/ODL/2019 DATED 08.01.2019) অনুযায়ী তার আগে ৭ জানুয়ারি ঘোষিত (o4/BPE/ODL/2019/301/ODL-01-2015, Dated 07/01/2019) ফলাফল বিলম্বিত করা হয়েছিল।

নতুন করে ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে:

http://www.wbbpe.org/WBBPE_NOTICE/PubresODL150119.pdf

নতুন করে প্রকাশিত ফল দেখা যাবে এই লিঙ্কগুলিতে: www.wbbpe.org, http://wbbprimaryeducation.org

মার্কশিট পাওয়া যাবে পরে সেই সঙ্ক্রান্ত বিজ্ঞপ্তি বেরোলে, যেখানে কর্মনিযুক্ত আছেন সেখানকার জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে, সেই বিজ্ঞপ্তিতে বলা নির্দেশ মতো।