প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল

1247
0
Result, Recent Result Out

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ২৪ দিনের মাথায় ফল প্রকাশ করে দেওয়া হল। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
আজ, বৃহস্পতিবার ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখে নিতে পারবেন। এ বছর জয়েন্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন দুর্গাপুরের হেম শীলা মডেল স্কুলের ছাত্র সোহম মিস্ত্রি, দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতার সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র তমজিৎ বান্দ্যোপাধ্যায়, তৃতীয় স্থানে দুর্গাপুরের হেম শীলা মডেল স্কুলেরই ছাত্র কৌস্তভ সেন।

ফল জানার সাইট: www.wbjeeb.in / www.wbjeeb.nic.in

 

WBJEE, WBJEE Result,