প্রকাশিত পিএসসির নতুন পরীক্ষাসূচি

1791
0
UGC NET June 2024 Registration

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষাসূচির নতুন তালিকা প্রকাশ করা হল। কোভিড-১৯ পরিস্থিতির কারণে একাধিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করল পিএসসি।

একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে ডব্লুবিসিএস মেইন, ২০২০ পরীক্ষা নেওয়ার সম্ভ্যাব্য তারিখ আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হবে ২১ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে। এছাড়াও পিএসসির ২০১৯ –এর ক্লার্কশিপ, পার্ট-২ পরীক্ষা হবে আগামী ২৭ সেপ্টেম্বর, শ্রম দপ্তরে ওয়ার্ড মাস্টার গ্রেড ৩ পরীক্ষা ১৬ আগস্ট,২০২০। আইসিডিএস সুপারভাইজার মেইন পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে আগামী ১০ ও ১১ অক্টোবর।

এগুলি ছাড়াও বাকি পরীক্ষাগুলির সূচি দেখার লিঙ্ক: https://wbpsc.gov.in/Download?param1=20200704105348_ForthcomingExaminationwebsite02_07_20.pdf&param2=advertisement

 

লাইভ টিভি দেখুন :https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

PSC, PSC Exam, PSC Clerkship, WBCS