প্রধান শিক্ষক কাউন্সেলিং ২১ ও ২২ আগস্ট

1289
0
SSC, School Service Comission, WBSSC,

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগের জন্য ওয়েটলিস্ট প্রার্থীদের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২১ ও ২২ আগস্ট, ২০১৯ সংশ্লিষ্ট প্রার্থীদের কাউন্সেলিং করা হবে। প্রার্থীরা আগামী ১৯ আগস্ট, ২০১৯ থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন। নিজেদের রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেওয়া যাবে।

এসএসসির ওয়েবসাইট: http://www.westbengalssc.com/

বিঞ্জপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/NOTIFICATION_HM%20COUNSELLING_14.08.2019.pdf 

 

 

SSC, WBSSC, School Service Commission, Headmaster Counselling