প্রধানশিক্ষক পদে তৃতীয় দফায় কাউন্সেলিং

584
0
Assistant Teacher Recruitment

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় দফার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। আগামী ২৫ নভেম্বর ও ২৬ নভেম্বর এই পদের জন্য ওয়েলটলিস্টে থাকা প্রার্থীদের তৃতীয় দফায় কাউন্সেলিং করা হবে।
আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে পারবেন। নিজেদের ১৪ ডিজিট রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নেওয়া যাবে।
এই বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/NOTIFICATION_HM%20COUNSELLING%203RD%20PHASE_20.11.2019.pdf

 

 

 

SSC, SSC Headmaster Result, SSC counselling,