ফনির জন্য রেলের লোকো পাইলট ও টেকনিশিয়ান পদের কিছু কেন্দ্রের পরীক্ষা স্থগিত

585
0
wbjee admit card 2023 released

ঘূর্ণিঝড়ের জন্য স্থগিত রাখা হল রেলের কিছু কেন্দ্রের কম্পিউটার অপটিটিউড টেস্ট। রেলের বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট লোক পাইলট ও টেকনিশিয়ান পদের ১০ মে, ২০১৯ তারিখের কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রের পরীক্ষা বাতিল করা  হয়েছে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভুবেনশ্বর রেলওয়ের অধীন ভুবনেশ্বর, কটক, বহরমপুর এবং সম্বলপুর  এবং কলকাতা রেলওয়ের অধীন বালাসোর এই কয়টি সেন্টারের (পরীক্ষা কেন্দ্রের) ১০ মে, ২০১৯ তারিখের পরীক্ষা বাতিল করা হয়েছে। উক্ত বাতিল পরীক্ষার খবর পরীক্ষার্থীদের পরবর্তীকালে এসএমএস ও ই-মেল্-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।পরিবর্তিত পরীক্ষার তারিখ কিছুদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

Rail, Rail Exam,  Rail Exam Postponed