ফার্মাসির ডিপ্লোমা কোর্স

846
0
Pharmacist recruitment 2022

ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা (ডিফার্ম) কোর্সে ভর্তির দরখাস্ত নিচ্ছে হলদিয়ায় আইকেয়ারের ইনস্টিটিউট অব ফার্মাসি। ফার্মাসি কাউন্সিল অব ইন্ডিয়া ও এআইসিটিই অনুমোদিত এই কোর্স পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল ফ্যাকাল্টির অ্যাফিলিয়েটেড।

যোগ্যতা: ইংরেজি সহ ফিজিক্স-কেমিস্ট্রি-বায়োলজি/ম্যাথমেটিক্স নিয়ে পড়ে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ ও ১-৯-২০১৯ তারিখে অন্তত ১৭ বছর বয়স হলে আবেদন করা যাবে।

আবেদনের ফর্ম পাওয়া যাবে নগদ ৬০০ টাকায়, নিচের ঠিকানায় আগামী ৫ জুলাই বিকেল ৩টে পর্যন্ত। পূরণ করা ফর্ম জমা দিতে হবে আগামী ৮ জুলাইয়ের মধ্যে। এই ঠিকানা: ICARE COMPLEX, HATIBERIA, HALDIA, PURBA MEDINIPUR, PIN-721657. PHONE: 03224-255896, 9563408796.