ফ্যাক্টে ৮১ গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস

974
0
fact recruitment 2022

দ্য ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ট্রাভাঙ্কোর লিমিটেডে (ফ্যাক্ট) ৮১ জন গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের শূন্যপদ: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ২, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ২, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৩, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ৪, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: ৩।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের শূন্যপদ: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৫, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ১৩, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৫, ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: ৫, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্ট টেকনোলজি/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং: ৪, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১০, ডিপ্লোমা ইন কেমিক্যাল প্র্যাক্টিস: ৫।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সবক্ষেত্রেই ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড প্রতি মাসে ১০০০০ টাকা ও টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের ৮০০০ টাকা।

যোগ্যতা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, সিভিল, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (বিই/ বিটেক)। তপশিলি জাতি/ উপজাতিরা ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেমিক্যাল, কম্পিউটার, সিভিল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইনস্ট্রুমেন্ট টেকনোলজি, মেকানিক্যালে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তপশিলি জাতি/ উপজাতিদের ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

সবক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ মার্চ ২০২০-র মধ্যে।

বয়সসীমা: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৫ বা তার পরে)। টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের বয়সের ঊর্ধ্বসীমা ২৩ বছর (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯৭ বা তার পরে)। সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ১ জানুয়ারি ২০২০ তারিখের মধ্যে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের লেখা পরীক্ষার জন্য ডাকা হবে। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: www.fact.co.in ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। তার আগে www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।