বি আর সিং হাসপাতালে ২৪ নার্স, ল্যাব টেকনিঃ

1148
0
Kolkata Recruitment, Nurse, Kolkata Nursing Jobs

পূর্ব রেলের শিয়ালদহ শাখার বি আর সিং হাসপাতালে চুক্তির ভিত্তিতে ১৯ জন নার্স এবং ৫ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হবে।

পদের নাম ও যোগ্যতা: (১) নার্স। শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ৬, উপজাতি ৫, ওবিসি ৭)। যোগ্যতা: জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে ৩ বছরের ডিপ্লোমা/ নার্সিং-এ বিএসসি ডিগ্রি। আইটিইউ, আইসিসিইউ এবং আইসিইউ-এর প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার। বয়স: ১ জানুয়ারি ২০১৮ অনুযায়ী ২০ থেকে ৪০-এর মধ্যে।

(২) ল্যাব টেকনিশিয়ান। শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১)। যোগ্যতা: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা (ডিএমএলটি)। বয়স: ১ জানুয়ারি ২০১৮ অনুযায়ী ১৮ থেকে ৩৩-এর মধ্যে।

তপশিলি ও ওবিসি প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থিবাছাই পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে।

আবেদন পদ্ধতি: ৭ জুলাই ২০১৮ তারিখে বেলা ১০টার মধ্যে বি আর সিং হাসপাতালে উপস্থিত হতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে জন্ম সার্টিফিকেট, শিক্ষা সংক্রান্ত সব নথিপত্র, নিজের ২টি পাসপোর্ট মাপের সাম্প্রতিক রঙিন ছবি, প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ইত্যাদি প্রাসঙ্গিক মূল নথিপত্র এবং গেজেটেড অফিসার দ্বারা প্রত্যয়িত জেরক্স কপি। আরও বিশদ বিবরণ পাওয়া যাবে এই পোর্টালে ক্লিক করে: http://www.er.indianrailways.gov.in/cris//uploads/files/1530268441534-BRSH1.pdf