বিএড হলেও প্রাথমিকে, নিয়মের প্রেক্ষিতে স্থগিতাদেশ হাইকোর্টে

901
0
current affairs

বিএড থাকলেও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়  বসা যাবে, এনসিটিইর এই নতুন নিয়মের ওপর এ রাজ্যে আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট।

বছরের প্রথমার্ধে এনসিটিই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, এবার  থেকে থেকে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরাও প্রাথমিক শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন, নিযুক্ত হলে ৬ মাসের এলিমেন্টারি এডুকেশন কোর্স করে নিতে হবে। স্বাভাবিকভাবেই, এই নিয়মের জন্য ডিএড প্রার্থীদের সুযোগ অনেকটা কমে যাবে, যেহেতু বিএড করা প্রার্থীরাও প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এমনকি ডিএড কলেজগুলির প্রাসঙ্গিকতা হারাবে বলে মনে করা হচ্ছে। তাই এই নিয়মের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন কিছু ডিএলেড প্রার্থী। সেই মামলার পরিপ্রেক্ষিতে এনসিটিইর ওই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করে  কলকাতা হাইকোর্ট।

 

B.ed, B.ed in West Bengal, D.ed in West Bengal