বিএসএনএলে ১৯৮ জুনিয়র টেলিকম অফিসার

1109
0
BSNL Recruitment

ভারত সঞ্চার নিগম লিমিটেডে ১৯৮ জন জুনিয়র টেলিকম অফিসার (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড সিভিল) নিয়োগ করা হবে গেট ২০১৯ স্কোরের ভিত্তিতে। শুধুমাত্র তপশিলি জাতি/ উপজাতি ও ওবিসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি নম্বর 12-1/2018-Rectt, Dated: 10-09-2018.

বেতনক্রম: ১৬৪০০-৪০৫০০ টাকা।

যোগ্যতা: ইলেক্ট্রিক্যাল/ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক বা সমতুল।

বৈধ গেট ২০১৯ স্কোর থাকতে হবে। এই বিষয়ের গেট পেপার কোড ইই এবং সিই।  গেট ২০১৯ সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.gate.iitm.ac.in ওয়েবসাইট থেকে।

আবেদনের পদ্ধতি: www.bsnl.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। দরখাস্ত গ্রহণ এখনও শুরু হয়নি, যথাসময়ে বিস্তারিত জানা যাবে। সরাসরি http://www.bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/pdf/recruitment-civil.jpg লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।