বিজয়া ব্যাঙ্কে ৮ পার্ট টাইম সুইপার

698
0
Vijaya Bank Manager

বিজয়া ব্যাঙ্কে ৮ জন পার্ট টাইম সুইপার নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে ও ওড়িশায়। রিক্রুটমেন্ট নোটিফিকেশন: ০২/২০১৯।

শূন্যপদ: পশ্চিমবঙ্গে শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)। ওড়িশায় শূন্যপদ ৪ (অসংরক্ষিত)।

বেতনক্রম: বেসিক পে ৩১৮৬.৬৭ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে ৫৫৩১.৫৭ টাকা।

বয়সসীমা: ১ মার্চ ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: দশম শ্রেণি পাশ বা সমতুল। সঙ্গে রাজ্যের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ/ ইংরেজি/ হিন্দি পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ১ মার্চ ২০১৯ তারিখের মধ্যে। প্রথমে ৬ মাসের প্রবেশন পিরিয়ড থাকবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষার (অবজেক্টিভ/ ডেসক্রিপটিভ) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১৫০ টাকা (৫০ টাকা ইন্টিমেশন চার্জ সহ)। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ৫০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.vijayabank.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৪ মার্চ ২০১৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।