বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০ পিজি ফেলো

702
0

বিধানচন্দ্র কৃষি  বিশ্ববিদ্যালয়ের জন্য ২০টি পিজি ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূন্যপদ: ২০।  এগ্রিকালচার কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স বিভাগে ৩, এগ্রোনোমি বিভাগে ৩, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশনে ১, এগ্রিকালচার মেটিওরোলজি অ্যান্ড ফিজিক্স বিভাগে ১, প্ল্যান্ট প্যাথোলজি ১, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ১, এগ্রিকালচারাল বায়োকেমিস্ট্রি বিভাগে ২, এগ্রিকালচারাল এনটেমোলজি বিভাগে ১, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে ১, এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স ১, এগ্রিকালচারাল ইকোনোমিক্স ১, ফার্ম মেশিনারি অ্যান্ড পাওয়ার ১, সয়েল অ্যান্ড ওয়াটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ১, ভেজিটেবল সায়েন্স বিভাগে ১।

যোগ্যতা: এমএসসি বা এমটেক। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যাঁরা ২০১৯-২০২০ সেশনে পড়ছেন তাঁরা আবেদন করতে পারবেন।

এই কয়টি পদের জন্য আগামী ১৭ ও ১৮  ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ স্থল: অফিস অব দ্য ডিন, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ, বিসিকেভি, মোহনপুর, নদীয়া।

সকাল ১১টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। নোডাল অফিসারের প্রতি আবেদন করে আবেদন পত্র সঙ্গে নিয়ে যেতে হবে।

সংশ্লিষ্ট পদ অনুযায়ী ইন্টারভিউ তারিখ সময় জানার লিঙ্কhttps://www.bckv.edu.in/userfiles/file/191210SICARCAASTCA43L717.pdf