বিহারে ২৫৬৪ নার্স নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ল

547
0

বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড এ ও টিউটর নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হল। সম্প্রতি বিহার টেকনিক্যাল সার্ভিস কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখ করা হয়েছে (http://www.btsc.bih.nic.in/Dowloads/Corrigendum%20for%20the%20Post%20of%20Staff%20Nurse.pdf)। অন্যান্য বিষয় অপরিবর্তিত রয়েছে। আবেদনের জন্য বিস্তারিত জানতে পারবেন আমাদের এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=12281

বা মূল বিজ্ঞপ্তির এই লিঙ্কে: http://www.btsc.bih.nic.in/Dowloads/JointAdvgnmandtutor.pdf

এছাড়াও www.pariksha.nic.inwww.btsc.bih.nic.in ওয়েবসাইটে বিভিন্ন প্রাসঙ্গিক লিঙ্ক পাবেন।