বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ১০০৮ ক্লার্ক, নার্সিং অফিসার, অ্যাটেন্ড্যান্ট নিয়োগের আবেদনের তারিখ বাড়ল

769
0
Folafal Final Pic

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ১০০৮ ক্লার্ক, নার্সিং অফিসার, অ্যাটেন্ড্যান্ট নিয়োগের যে খবর আমরা গত ১৬ ফেব্রুয়ারি এই পোর্টালে প্রকাশ করেছি (https://jibikadishari.co.in/?p=9933) তার অনলাইন আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২৫ ফেব্রুয়ারি করা হয়, আবার তা বাড়িয়ে ১২ মার্চ করা হয়েছে। অনলাইন ফি পেমেন্ট করা যাবে ১৪ মার্চ পর্যন্ত। অফলাইনে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা যাবে ১৬ মার্চ পর্যন্ত, এবং সেই ফর্ম পূরণ করে প্রমাণপত্রাদি সহ জমা দেওয়া যাবে ১৯ মার্চ পর্যন্ত। তারিখ বাড়ানোর ঘোষণা সহ পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটিই দেখা যাবে এই লিঙ্কে: http://www.bhu.ac.in/rac/racuploads/2/20190227120221.pdf