ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে মেট্রোরেলের জন্য বিভিন্ন পদে ৫৬

653
0

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিংয়ে নয়ডা মেট্রোরেলের জন্য ১৯৯ জন স্টেশন কন্ট্রোলার/ ট্রেন অপারেটর, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রনিক্স, জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল, মেন্টেনার/ ফিটার, মেন্টেনার/ ইলেক্ট্রিশিয়ান, মেন্টেনার/ ইলেক্ট্রনিক অ্যান্ড মেকানিক, মেন্টেনার/ রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের প্রার্থীরাও কেবলমাত্র ৫৬টি অসংরক্ষিত পদের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি নম্বর: BECIL/HR/NMRC/I0/2019.

শূন্যপদ: পোস্ট কোড এনই০১: স্টেশন কন্ট্রোলার/ ট্রেন অপারেটর: ৪। পোস্ট কোড এনই০২: কাস্টমার রিলেশনস অ্যাসিস্ট্যান্ট: ৪। পোস্ট কোড ০৩: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল: ৪। পোস্ট কোড এনই০৪: জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল: ৩। পোস্ট কোড এনই০৫: জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রনিক্স: ৩। পোস্ট কোড এনই০৬: জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল: ৩। পোস্ট কোড এনই০৭: মেন্টেনার/ ফিটার: ৫। পোস্ট কোড এনই০৮: মেন্টেনার/ ইলেক্ট্রিশিয়ান: ৮। পোস্ট কোড এনই০৯: মেন্টেনার/ ইলেক্ট্রনিক অ্যান্ড মেকানিক: ১৫। পোস্ট কোড এনই১০: মেন্টেনার/ রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক: ৪। পোস্ট কোড এনই১১: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: ২। পোস্ট কোড এনই১২: অফিস অ্যাসিস্ট্যান্ট: ১।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩২ বছরের মধ্যে।

যোগ্যতা: স্টেশন কন্ট্রোলার/ ট্রেন অপারেটর: সায়েন্স গ্র্যাজুয়েট অথবা ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/ সিভিল/ মেকানিক্যাল/ আইটি/ কম্পিউটার সায়েন্সে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিটেক।

কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট: যে-কোনো শাখায় তিন বছরের গ্র্যাজুয়েট।

জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমতুল ট্রেডে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা সমতুল।

জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা বা বিটেক।

জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রনিক্স: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিটেক।

জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিটেক।

পারিশ্রমিক: স্টেশন কন্ট্রোলার/ ট্রেন অপারেটর, জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার/ মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার/ ইলেক্ট্রনিক্স, জুনিয়র ইঞ্জিনিয়ার/ সিভিল পদের ক্ষেত্রে ৩৫০০০ টাকা। কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট ও অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৩০০০০ টাকা। মেন্টেনার/ ফিটার, মেন্টেনার/ ইলেক্ট্রিশিয়ান, মেন্টেনার/ ইলেক্ট্রনিক অ্যান্ড মেকানিক, মেন্টেনার/ রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক পদে ২৫০০০ টাকা। সবক্ষেত্রেই মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি: ৬৭৫ টাকা।

আবেদনের পদ্ধতি: www.becil.com অথবা www.nmrcmoida.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২১ আগস্ট ২০১৯ রাত ২৩.৫৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।