মধ্য রেলে ২৫৬২ অ্যাপ্রেন্টিস

839
0
Railway Apprentice 2023

মধ্য রেলে ২৫৬২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। প্রার্থী বাছাই করবে মধ্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। নোটিফিকেশন নম্বর: RRC/CR/AA/2019.

শূন্যপদ: মুম্বই ক্লাস্টার: ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়াদি বুন্দের: ফিটার: ১৮২ (অসংরক্ষিত ৯২, ওবিসি ৪৯, তপশিলি জাতি ২৭, তপশিলি উপজাতি ১৪)। এইসবের মধ্যে ২টি অস্থি প্রতিবন্ধী, ১টি দৃষ্টি প্রতিবন্ধী, ২টি শ্রবণ প্রতিবন্ধী ও ৫টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ওয়েল্ডার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। কার্পেন্টার: ২৮ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পেইন্টার (জেনারেল): ২৪ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। টেইলর (জেনারেল): ১৮ (অসংরক্ষিত ৯, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)।

কল্যাণ ডিজেল শেড: ইলেক্ট্রিশিয়ান: ১১ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ১ (অসংরক্ষিত)। ওয়েল্ডার: ১ (অসংরক্ষিত)। প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। মেকানিক ডিজেল: ৩৩ (অসংরক্ষিত ১৭, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)।

কুরলা ডিজেল শেড: ইলেক্ট্রিশিয়ান: ২৪ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মেকানিক ডিজেল: ৩৬ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

এসআর ডিইই কল্যাণ: ফিটার: ৬২ (অসংরক্ষিত ৩১, ওবিসি ১৭, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৫)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী, ১টি শ্রবণ প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। টার্নার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ৬২ (অসংরক্ষিত ৩১, ওবিসি ১৭, তপশিলি জাতি ৯, তপশিলি উপজাতি ৫)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী, ১টি শ্রবণ প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মেশিনিস্ট: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ইনস্ট্রুমেন্ট মেকানিক: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ইলেক্ট্রনিক্স মেকানিক: ২০ (অসংরক্ষিত ১১, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

এসআর ডিইই কুরলা: ফিটার: ৯০ (অসংরক্ষিত ৪৬, ওবিসি ২৪স তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৭)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী, ১টি শ্রবণ প্রতিবন্ধী, ১টি দৃষ্টি প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। টার্নার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ৯৩ (অসংরক্ষিত ৪৭, ওবিসি ২৫, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী, ১টি শ্রবণ প্রতিবন্ধী, ১টি দৃষ্টি প্রতিবন্ধী  ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

পারেল ওয়ার্কশপ: ফিটার: ২৬ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মেশিনিস্ট: ৩৪ (অসংরক্ষিত ১৭, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। শিট মেটাল ওয়ার্কার: ২৭ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ২৭ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী  ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ইলেক্ট্রিশিয়ান: ৩৫ (অসংরক্ষিত ১৮, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী  ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ওয়াইন্ডার (আর্মেচার): ৩২ (অসংরক্ষিত ১৬, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী  ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: ২৪ (অসংরক্ষিত ১২, ওবিসি ৬, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী  ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। টুল অ্যান্ড ডাই মেকার (প্রেস টুলস জিগস অ্যান্ড ফিক্সচার): ৬৮ (অসংরক্ষিত ৩৫, ওবিসি ১৮, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী  ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মেকানিক (মোটর ভিকল): ৭ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেকানিক ডিজেল: ১৩৮ (অসংরক্ষিত ৭০, ওবিসি ৩৭, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১০)।

মাতুঙ্গা ওয়ার্কশপ: ফিটার: ২৪ (অসংরক্ষিত ১২, ওবিসি ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মেশিনিস্ট: ৪৫ (অসংরক্ষিত ২৩, ওবিসি ১২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: ৪৫ (অসংরক্ষিত ২৩, ওবিসি ১২, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৩)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ফিটার: ১৮৪ (অসংরক্ষিত ৯২, ওবিসি ৫০, তপশিলি জাতি ২৮, তপশিলি উপজাতি ১৪)। এইসবের মধ্যে ২টি অস্থি প্রতিবন্ধী, ২টি দৃষ্টি প্রতিবন্ধী, ২টি শ্রবণ প্রতিবন্ধী ও ৬টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। কার্পেন্টার: ১১৮ (অসংরক্ষিত ৫৯, ওবিসি ৩২, তপশিলি জাতি ১৮, তপশিলি উপজাতি ৯)। এইসবের মধ্যে ২টি অস্থি প্রতিবন্ধী, ২টি শ্রবণ প্রতিবন্ধী ও ৪টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৫১ (অসংরক্ষিত ২৫, ওবিসি ১৪, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পেইন্টার (জেনারেল): ৩৫ (অসংরক্ষিত ১৮, ওবিসি ১০, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ইলেক্ট্রিশিয়ান: ৯০ (অসংরক্ষিত ৪৫, ওবিসি ২৪, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭)। এইসবের মধ্যে ৩টি অস্থি প্রতিবন্ধী ও ৩টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

এসঅ্যান্ডটি ওয়ার্কশপ, বাইকুল্লা: ফিটার: ২৬ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। টার্নার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। মেশিনিস্ট: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ওয়েল্ডার: ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক সিস্টেম মেন্টেন্যান্স: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। ইলেক্ট্রিশিয়ান: ৩ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। পেইন্টার (জেনারেল): ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)।

ভুশওয়াল ক্লাস্টার: ক্যারেজ অ্যান্ড ওয়াগান ডিপো: ফিটার: ১০৭ (অসংরক্ষিত ৫৪, ওবিসি ২৯, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ৮)। ওয়েল্ডার: ১২ (অসংরক্ষিত ৭, ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)।

ইলেক্ট্রিক লোকো শেড: ফিটার: ৩৮ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১০, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। এইসবের মধ্যে ১টিঅস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ইলেক্ট্রিশিয়ান: ৩৮ (অসংরক্ষিত ১৯, ওবিসি ১০, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩)। এইসবের মধ্যে ১টিঅস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

ইলেক্ট্রিক লোকোমোটিভ ওয়ার্কশপ: ইলেক্ট্রিশিয়ান: ৫৬ (অসংরক্ষিত ২৯, ওবিসি ১৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। এইসবের মধ্যে ২টি অস্থি প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ফিটার: ৫৩ (অসংরক্ষিত ২৭, ওবিসি ১৪, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। এইসবের মধ্যে ২টি অস্থি প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১)। প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্যান্ট: ২ (অসংরক্ষিত)।

মানমাদ ওয়ার্কশপ: ফিটার: ২৭ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। টার্নার: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। মেশিনিস্ট: ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১)। মেকানিক (মোটর ভিকল): ১ (অসংরক্ষিত)। মেকানিক ডিজেল: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। পেইন্টার (জেনারেল): ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

টিএমডব্লু নাসিক রোড: ফিটার: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। মেশিনিস্ট: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ওয়েল্ডার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১)। ইলেক্ট্রিশিয়ান: ২৬ (অসংরক্ষিত ১৩, ওবিসি ৭, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। কার্পেন্টার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। মেকানিক ডিজেল: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

পুণে ক্লাস্টার: ক্যারেজ অ্যান্ড ওয়াগান ডিপো: ফিটার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)। মেশিনিস্ট: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। ওয়েল্ডার: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। পেইন্টার: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)। কার্পেন্টার: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)।

ডিজেল লোকো শেড: মেকানিক ডিজেল: ৫৫ (অসংরক্ষিত ২৮, ওবিসি ১৫, তপশিলি জাতি ৮, তপশিলি উপজাতি ৪)। এইসবের মধ্যে ২টি অস্থি প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত।

নাগপুর ক্লাস্টার: ইলেক্ট্রিক লোকো শেড, আজনি: ইলেক্ট্রিশিয়ান: ৩৩ (অসংরক্ষিত ১৭, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধী ও ১টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। ইলেক্ট্রনিক্স মেকানিক: ১৫ (অসংরক্ষিত ৮, ওবিসি ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপো: ফিটার: ৬৯ (অসংরক্ষিত ৩৩, ওবিসি ২০, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫)। এইসবের মধ্যে ২টি দৃষ্টি প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পেইন্টার: ১ (অসংরক্ষিত)। ওয়েল্ডার: ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। কার্পেন্টার: ২ (অসরক্ষিত ১, ওবিসি ১)।

শোলাপুর ক্লাস্টার: ফিটার: ৫৪ (অসংরক্ষিত ২৮, ওবিসি ১৪, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৫)। এইসবের মধ্যে ২টি অস্থি প্রতিবন্ধী ও ২টি প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। কার্পেন্টার: ২ (অসংরক্ষিত)। মেশিনিস্ট: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ২)। ওয়েল্ডার: ৮ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। পেইন্টার: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)। মেকানিক ডিজেল: ২ (অসংরক্ষিত ১, ওবিসি ১)।

কুরদুওয়াড়ি ওয়ার্কশপ: ফিটার: ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১)। মেশিনিস্ট: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ওয়েল্ডার: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। কার্পেন্টার: ২ (ওবিসি ১, তপশিলি জাতি ১)। পেইন্টার: ৩ (অসংরক্ষিত ২, ওবিসি ১)।

বয়সসীমা: ১ জানুয়ারী ২০২০ তারিখ অনুযায়ী বয়স হতে হবে পনেরো থেকে চব্বিস বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ বা সমতুল (১০+২ সিস্টেমে) এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং/ স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং থেকে প্রভিশনাল সার্টিফিকেট।

আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.rrccr.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।