মাদ্রাসা সার্ভিস কমিশনের শূন্যপদের তালিকা বেরোল

464
1
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিম বঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ৬ষ্ঠ আরএলএসটি ২০১৩-র শূন্যপদের তালিকা প্রকাশিত হয়েছে। ২২টি বিষয় ও টেট (আর্টস ও সোশ্যাল স্টাডিজ গ্রুপ— সব বিষয়, সায়েন্স গ্রুপ— সব বিষয়, আর্টস ও সোশ্যাল স্টাডিজ গ্রুপ— সব আরবি বিষয়, আন্ডারগ্র্যাজুয়েট— জেনারেল, আন্ডারগ্র্যাজুয়েট— আরবি) বিষয়ের মধ্যে কোনটির জন্য কোন জেলায় কোন মাধ্যমের মাদ্রাসায় (পুরুষ/মহিলা বা শুধু মহিলাদের) কোন ক্যাটেগরিতে কত শূন্যপদ তা জানা যাবে এই লিঙ্কে: http://wbmsc.com/vac_slst60.jsp

ওই সব বিষয়ের চূড়ান্ত প্যানেলও প্রকাশিত হয়েছে, এই লিঙ্ক থেকে:

http://wbmsc.com/tetresult_ug220618.jsp

কাউন্সেলিং শুরু হয়েছে ২৬ জুন থেকে, চলবে ৩০ জুন পর্যন্ত, তার সময়সূচিও জানানো হয়েছে, এই লিঙ্কে:

http://wbmsc.com/sch_counseling.htm