মাদ্রাসাগুলির কর্মশিক্ষা/শারীরশিক্ষার শিক্ষক ও প্রধানশিক্ষক, সুপারিন্টেন্ডেন্ট নিয়োগের পরীক্ষা মে-র শেষে

1110
0
upcoming govt exam date

রাজ্যের সরকার পোষিত/সাহায্যপ্রাপ্ত বেসরকারি মাদ্রাসাগুলিতে (১) কর্মশিক্ষা (পাস) ও শারীরশিক্ষা (পাস) বিষয়ের সহশিক্ষক নিয়োগের জন্য ২০১৩ সালের ৬ষ্ঠ এসএলএসটি (এটি) ও (২) প্রধানশিক্ষক/প্রধানশিক্ষিকা এবন সুপারিন্টেন্ডেন্ট নিয়োগের জন্য ৭ম এসএলএসটি (এইচএম/সুপার) লিখিত পরীক্ষা হবে আগামী মে মাসের শেষের দিকে। বিস্তারিত জানা যাবে আগামী ১৭ এপ্রিলের পর, কমিশনের ওয়েবসাইটে (www.wbmsc.com)। কমিশনের ২০ মার্চের এই দুই এসএলএসটির বিজ্ঞপ্তি (যথাক্রমে Memo No: MSC/NOTICE/03/2020 ও MSC/NOTICE/04/2020) দেখা যাবে যথাক্রমে এই দুই লিঙ্কে:

(১) http://wbmsc.com/2020/6thslst_phywork.pdf ও (২) http://wbmsc.com/2020/7thslst_hm.pdf