মামলার জটিলতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্ৰুপ সি, গ্ৰুপ ডি নিয়োগ

1096
1

এবার কলকাতা বিশ্ববিদ্যালয় গ্ৰুপ সি, গ্ৰুপ ডি নিয়োগ। ফের মামলার জটিলতায় আরো একটি নিয়োগ প্রক্রিয়া। বিধি না মেনে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া চালানোয় নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় কার্যকলাপের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।

গত ৩০ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ৫৯১টি গ্ৰুপ সি, গ্ৰুপ ডি পদে নিয়োগের খবর প্রকাশিত হয়েছিল (https://jibikadishari.co.in/?p=6207)। আগামী কাল পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। এর মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়েরই কর্মীরা মামলা দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, কর্মীদের পদোন্নতি প্রক্রিয়া না করে, সেই পদ থেকে তাঁদের বঞ্চিত করে সেই পদে নিয়োগ করা হচ্ছে। বিচারপতি অরিন্দম সিনহা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে হলফনামা তলব করেছেন এবং ১ আগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

ফের একটি নিয়োগ প্রক্রিয়া পর্ব ঝুলে রইল মামলার কারণে। এখনো পর্যন্ত প্রায় লাখ দশেক আবেদন জমা পড়েছে। শুক্রবার পর্যন্ত আবেদন গ্রহণের শেষ তারিখ।