মুর্শিদাবাদ ৬ গ্রাম রোজগার সেবক

1013
0
Murshidabad Job, West Bengal Government Jobs,

মুর্শিদাবাদ জেলায় রেগা (এমজিএনআরইজিএ)  প্রকল্পের জন্য ৬টি গ্রাম রোজগার সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 413/MGNREGA, Dated: 07.01.2020.

শূন্যপদ — বলিয়া গ্রাম পঞ্চায়েত, জয়পুর গ্রাম পঞ্চায়েত, ঝিল্লি গ্রাম পঞ্চায়েত, মাহিসর গ্রাম পঞ্চায়েত, মাড়গ্রাম গ্রাম পঞ্চায়েত ও পদ্মকান্দি গ্রাম পঞ্চায়েত-এ ১ টি করে গ্রাম রোজগার সেবক নিযুক্ত হবে।

যোগ্যতা — ফিজিক্স ও ম্যাথমেটিক্স সহ ৫৫% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত প্রিতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। প্রাথীদের অবশ্যই খড়গ্রাম ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা — ৭ জানুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর।

পারিশ্রমিক — মাসিক ১২ হাজার টাকা।

আবেদন — আগামী ২১ জানুয়ারি, ২০২০-র মধ্যে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিসমূহের নিজের অ্যাটেস্টেড কপি দিতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা— The Block Development Officer, Khargram Development Block, Vill+PO– Nagar, PS– Khargram, Dist— Murshidabad, PIN-742159

বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন এই ওয়েবসাইটে: http://www.murshidabad.gov.in

 

 

Murshidabad, Murshidabad Job,