মুর্শিদাবাদে এলডিএ, ল্যাব টেকনিশিয়ান, নিউট্রিশনিস্ট, কুক

3238
0

মুর্শিদাবাদ জেলায় একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– CM-NSD 6055, Dt – 16/09/2020

শূন্যপদ ও যোগ্যতা —

ল্যাব টেকনিশিয়ান ৭ (অসংরক্ষিত ৫, এসসি ২): বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা, রাজ্য মেডিকেল ফ্যাকাল্টিতে ২ বছরের কাজের অভিজ্ঞতা। ৩০ সেপ্টেম্বর,২০২০ অনুযায়ী বয়স হতে হবে ৪০-এর  মধ্যে। বেতন- ১৭,২২০ টাকা প্রতি মাস।

লেডি কাউন্সেলর ১ (মহিলা এসসি ): সোশিওলজি/সাইকোলজি/হিউম্যান ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়ার্ক নিয়ে  স্নাতক। পিজি থাকলে অগ্রাধিকার। কম্পিউটারে ১ বছরের অভিজ্ঞতা। কান্দি মহকুমার বাসিন্দা হতে হবে।  ৩০ সেপ্টেম্বর, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২৫-৪০-এর  মধ্যে। বেতন- ১৩৫৬০ টাকা।

নিউট্রিশনিস্ট  ১ (মহিলা): ফুড নিউট্রিশন নিয়ে বিএসসি বা এমএসসি। কম্পিউটার জানা থাকতে হবে। ৩০ সেপ্টেম্বর, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২১-৪০-এর  মধ্যে। বেতন- ২০০০০ টাকা।

কুক (মহিলা ১): উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, কান্দি মহকুমার ৫ কিমির মধ্যে থাকতে হবে। বয়স ২০-৪০-এর মধ্যে। বেতন- ৫০০০ টাকা।

কুক অ্যাটেনডেন্ট: উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, কান্দি মহকুমার ৫ কিমির মধ্যে থাকতে হবে। বয়স ২০-৪০-এর মধ্যে। বেতন- ৩৫০০ টাকা।

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট: (১ অসংরক্ষিত )- অবসরপ্রাপ্ত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ সরকারি কর্মী। মেডিকেল ফিটনেস লাগবে। কম্পিউটার জানা থাকতে হবে।

আবেদন— ই-মেল্ মারফত আবেদন করতে হবে আগামী ২৫ স্পেটেম্বরের মধ্যে। ইমেল আইডি: hrcellmurshidabad@gmail.com. আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০.৩০-এর মধ্যে সিএমএইচ অফিস, মুর্শিদাবাদ-এ হাজির হতে বলা হয়েছে।

আবেদন পত্রের নমুনা ডাউনলোড ও বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.murshidabad.gov.in/Recruitment.aspx