মোটর ভিকল ইনস্পেক্টর পরীক্ষা ৭ এপ্রিল

665
0
PSC, PSC Exam, PSC Motor Vehicles,

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি নম্বর ০১/২০১৯ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেক) পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হল। আগামী ৭ এপ্রিল রবিবার এই পদের জন্য পরীক্ষা নেওয়া হবে কলকাতার বিভিন্ন কেন্দ্রে।

এই পরীক্ষার নিয়ম কানুন ও সিলেবাস সংক্রান্ত তথ্য কিছুদিনের মধ্যে জানানো হবে। পরীক্ষার তারিখের এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2690478