ম্যাজাগন ডকে ৮৪ অ্যাপ্রেন্টিস ট্রেনি

766
0
Mazagon dock apprentice 2022

ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডে ৮৪ জন গ্র্যাজুয়েট/ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। বিজ্ঞপ্তি নম্বর: ADVT/MDLATS/01/2020.

শূন্যপদ: ১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং: ২, সিভিল ইঞ্জিনিয়ারিং: ৩, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ১৫, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: ৫, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৪৩, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: ৫, শিপবিল্ডিং টেকনোলজি: ৫।

২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: ২, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৩।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯০০০ টাকা ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিগ্রি।

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ডিপ্লোমা।

সবক্ষেত্রেই অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী বয়স হতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: ইন্টারভিউ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি:

https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunewlregistermenunew.action লিঙ্কে গিয়ে প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে তারপর ম্যাজাগন ডকে আবেদন করতে হবে। https://mazagondock.in/Career-Apprentice.aspx ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১১ মার্চ পর্যন্ত।